• হোম > আন্তর্জাতিক > রাতারাতি ৯৩০০ কোটি ডলারের সম্পদ খোয়ালেন বেজোস-মাস্ক-জাকারবার্গরা

রাতারাতি ৯৩০০ কোটি ডলারের সম্পদ খোয়ালেন বেজোস-মাস্ক-জাকারবার্গরা

  • বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৪
  • ৩৭৪

 ছবি: সংগৃহীত

বিশ্বজুড়েই দেখা দিয়েছে ব্যাপক মূল্যস্ফীতি। নজিরবিহীন মূল্যস্ফীতির কবলে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও। এতে রাতারাতি ৯ হাজার ৩০০ কোটি ডলারের সম্পদ খুইয়েছেন দেশটির শীর্ষ ধনকুবেররা। তাদের মধ্যে রয়েছেন- মার্ক জাকারবার্গ, জেফ বেজোস, ইলন মাস্ক, ল্যারি পেজ, সের্গেই ব্রিন, স্টিভ বালমার, বার্নার্ড অরনল্ট, ওয়ারেন বাফেট ও বিল গেটসের মতো শীর্ষ ধনকুবেররা।

ধারণার চেয়েও বেশি মূল্যস্ফীতির তথ্য পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেললে গত মঙ্গলবার এমন ক্ষতির মুখে পড়েন তারা। এক দিনের লোকসান হিসেবে এটি এ যাবৎকালের নবম সর্বোচ্চ।

জানা গেছে, সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন জেফ বেজোস। অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) একদিনে খুইয়েছেন ৯৮০ কোটি ডলার।
টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সম্পদ কমেছে ৮৪০ কোটি ডলার। ৫৬০ কোটি ডলারে সম্পদ হারিয়েছেন ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সিইও মার্ক জাকারবার্গ।

আরেক মার্কিন ধনকুবের ল্যারি পেজ ৫২০ কোটি ডলার খুইয়েছেন। সের্গেই ব্রিন, স্টিভ বালমার ও বার্নার্ড অরনল্ট ৪০০ কোটি ডলারের বেশি সম্পদ হারিয়েছেন। ধনকুবের ওয়ারেন বাফেট ও বিল গেটসের সম্পদ যথাক্রমে ৩৪০ কোটি ও ২৮০ কোটি ডলার কমেছে।

মার্কিন পুঁজিবাজারে শেয়ার বিক্রির হিড়িক পড়েছে। এর ফলে এই লোকসান গুনতে হচ্ছে ধনকুবেরদের। কারণ, বিনিয়োগকারীদের বাজি হলো—মূল্যস্ফীতি ধারণার চেয়ে বেশি হওয়ায় ফেডারেল রিজার্ভ আরও আক্রমণাত্মকভাবে সুদহার বাড়াবে।
সূত্র: ব্লুমবার্গ, নিউ ইয়র্ক পোস্ট


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126123 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 09:27:56 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group