• হোম > শিক্ষাঙ্গন > সাপাহারে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

সাপাহারে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৯
  • ৪৫৭

সাপাহারে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সারাদেশের ২১ লক্ষ শিক্ষার্থীর ন্যায় নওগাঁর সাপাহারে শান্তিপূর্ণ পরিবেশে কাঙ্খিত এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার ৪টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এসএসসি, দাখিল ও ভোকেশনাল বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবীর’র মাধ্যমে জানা গেছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সাপাহার উপজেলায় মোট পরীক্ষার্থী সংখ্যা ২ হাজার ৩শ ৪৪ জন। তবে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৬৫ জন পরীক্ষার্থী।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন এর সার্বিক ব্যবস্থাপনায় অবাধ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরফতুল্লা মাদরাসা ও ভ্যানু কেন্দ্র সাপাহার ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন ও নওগাঁ জেলা সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126125 ,   Print Date & Time: Wednesday, 2 July 2025, 02:37:46 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group