• হোম > জাতীয় > লন্ডনের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

লন্ডনের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

  • বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৭
  • ৪৮৩

 ফাইল ছবি

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিতে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন তিনি।

বাংলাদেশ সময় পৌনে ৫টায় লন্ডন আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানাবেন যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে যেখানে অবস্থান করবেন বিমানবন্দর থেকে সরাসরি যাবেন সেখানে।

১৬ ও ১৭ সেপ্টেম্বর কমনওয়েলথ মহাসচিবসহ গুরুত্বপূর্ণ কয়েকজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। ১৮ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজা কর্তৃক রাষ্ট্র ও সরকার প্রধানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

১৯ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। সেদিনই জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭ তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126139 ,   Print Date & Time: Friday, 30 January 2026, 12:02:18 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group