• হোম > সিলেট > হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২, ১০:০৮
  • ৪৯৬

পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, এমপি

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

শুক্রবার (১৬ সেপ্টেম্বর২২) ইং বিকালে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,চুনারুঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ- এম আলী আশরাফ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ জনপ্রতিনিধিবৃন্দ,আওয়ামীলীগ ও এর অংগসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণসহ সর্বস্তরের জনগণ।

এছাড়াও মাননীয় প্রতিমন্ত্রী আজ উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র এর শুভ উদ্বোধন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা,প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে গবাদিপশু পালনের জন্য গৃহনির্মাণ সামগ্রী এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুদান বিতরণ করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126181 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 04:31:13 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group