• হোম > রংপুর > কুড়িগ্রামের এবার গরু চোর গ্রেফতারের দাবীত মানব বন্ধন!

কুড়িগ্রামের এবার গরু চোর গ্রেফতারের দাবীত মানব বন্ধন!

  • শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২, ১০:২৩
  • ৪১৫

কুড়িগ্রামের এবার গরু চোর গ্রেফতারের দাবীত মানব বন্ধন!

 

কুুড়িগ্রাম প্রতিনিধিঃ  চোরের উপদ্রপে অতিষ্ট চাষীরা ব্যাতিক্রমী মানববন্ধন করেছে । গত শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার মাদারগঞ্জ বাজার লাগোয়া সড়কে গরু ও মহিষ লালন-পালনকারী খামারী, কৃষক, চাষী ও গ্রামবাসীরা এ মানব বন্ধন করে।

মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষকরা অভিযোগ করে বলেন, একটি সংঘবদ্ধ চোর চক্র নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার অন্তর্ভুক্ত চর কৃষ্ণপুর এলাকায় দীর্ঘদিন ধরে গরু-মহিষ চুরি করে আসছে। কয়েকদফা চোর সনাক্ত হলেও বিচার পাচ্ছেন না ভুক্ত ভোগী কৃষকরা। বিচার চাইতে গেলেই চোর, চক্রের হামলার শিকার হতে হচ্ছে তাদের। এসব চুরির ঘটনায় কচাকাটা থানা পুলিশ নির্বিকার ভুমিকা পালন করছে বলে অভিযোগ তাদের। চোরের দলটি সক্রিয় থাকায় কৃষকদের মাঝে বর্তমানে এক ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। এ মানববন্ধনে এলাকা বাসীর পক্ষে বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন,আব্দুল খালেক, হাবিবুর রহমান প্রমূখ । বক্তারা অবিলম্বে চিহ্নিত চোরদের গ্রেপ্তারের দাবী জানান।



This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126186 ,   Print Date & Time: Thursday, 18 September 2025, 11:43:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group