• হোম > আইন-অপরাধ | নারী ও শিশু > হবিগঞ্জ নারী নির্যাতন মামলা করার দায়ে চাচীকে জবাই করে হত্যা!

হবিগঞ্জ নারী নির্যাতন মামলা করার দায়ে চাচীকে জবাই করে হত্যা!

  • শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৮
  • ২১০১

হবিগঞ্জ নারী নির্যাতন মামলা করার দায়ে চাচীকে জবাই করে হত্যা!

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাটে এক গৃহবধূ কে দেবরের ছেলেরা নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর২২) ইং দুপুরে উপজেলার জারুলিয়া গজারীপাড় গ্রামে ঘটনা টি ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়,ওই গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী আক্তার মিয়ার সঙ্গে বাড়ির সীমানা নিয়ে তার সৎ ভাই গাবরু মিয়ার বিরোধ চলে আসছে।

এ নিয়ে মামলা মোকদ্দমাও রয়েছে।সম্প্রতি আক্তার মিয়ার স্ত্রী আয়েশা আক্তার পলি (৩০) একটি নারী নির্যাতন মামলা করেন।

এতে ক্ষুব্ধ হয়ে উঠে সৎ ভাসুরের ছেলে মাসুক ও মামুন।শুক্রবার দুপুরে মাসুক, মামুন, তাদের বোন শেফা ও বোন জামাই শামীম পলির ঘরে যায়।

মামলা করার কারণ নিয়ে তর্কবিতর্কে লিপ্ত হয়।এক পর্যায়ে পলিকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে।পরে গুরুতর আহত পলিকে বাড়ির উঠানে নিয়ে আসে।

মৃত্যু নিশ্চিত করতে এক পর্যায়ে পলির গলায় ধারলো অস্ত্র দিয়ে জবাই করে পালিয়ে যায়।শ্বাশুড়ি মালেকা বানু ভয়ে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যান।

স্থানীয় সুত্রে খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত পলির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ হয়।

চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে ইতিমধ্যে পুলিশ মাঠে নেমেছে। এখন ও কোন ও থানায় অভিযোগ দাখিল করেন নি অভিযোগ দাখিল করা হলে অন্যান্য জরিত দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126188 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 09:44:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group