• হোম > রংপুর > বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রান গেল কৃষকের

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রান গেল কৃষকের

  • শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২, ১১:০২
  • ৭৪৯

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রান গেল কৃষকের

মো: আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিলন হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের টেগরা রুপচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মিলন হোসেন বিরামপুর উপজেলা ৬নং জোতবানী ইউনিয়নের টেগরা রুপচন্দ্রপুর গ্রামের মৃত. সবদার আলী সরকার ছেলে।বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, মিলন হোসেন পেশায় কৃষক ছিলেন। তাঁর বাড়ীতে থাকা গাছের পাতা কাটার সময় সেখানে থাকা পল্লী বিদুৎতের মেইন লাইনের সাথে গাছের ডালসহ বিদ্যুৎ স্পৃষ্ট হন মিলন।

এসময় স্থানীয়রা ও পরিবারের লোকজন গুরুতর অবস্থায় মিলনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহারিয়ার পারভেজ তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার জোতবানী ইউনিয়নের টেগরা রুপচন্দ্রপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিলন হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126201 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 12:43:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group