• হোম > বিনোদন > বিবাহিত পাকিস্তানি অভিনেত্রীর প্রেমে শাহরুখপুত্র!

বিবাহিত পাকিস্তানি অভিনেত্রীর প্রেমে শাহরুখপুত্র!

  • শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২, ১১:১৯
  • ৪৪৮

 বিবাহিত পাকিস্তানি অভিনেত্রীর প্রেমে শাহরুখপুত্র!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের প্রেমের কথা স্বীকার করেছেন বিবাহিত পাকিস্তানি অভিনেত্রী সজল আলি। নিজের ইনস্টাগ্রামে প্রেমিক শাহরুখপুত্র আরিয়ানের একটি ছবি পোস্ট করে লাল হৃদয়ের ইমোজি দিলে নেটিজেনদের মধ্যে তা ঝড় তুলে দেয়।

বলিউডে এর আগে আরিয়ানের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল ক্যাটরিনার বোন ইসাবেল কাইফের সঙ্গে। অন্যদিকে ২০২০ সালে দীর্ঘদিনের প্রেমিক আহাদ রাজা মীরকে বিয়ে করেন সজল। সেই রেশ কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেল তাদের লুকায়িত ভালোবাসা।

ভালোবাসার এই গল্পে পাকিস্তানি অভিনেত্রী সজল আলির সঙ্গে আরিয়ানের সোশ্যাল মিডিয়ার প্রেম নাকি বেশ অনেক দিনের। সময়ের সঙ্গে সঙ্গে এ প্রেম বেশ গভীরতা পেয়েছে বলেও মনে করছেন কেউ কেউ।

গুঞ্জন উঠেছে, প্রায়ই এ কপোত-কপোতীকে নানা ধরনের প্ল্যান করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। তবে তাদের মধ্যে ঠিক কী সম্পর্ক তা এখনও নেটিজেনরা বুঝে উঠতে পারেনি।

উল্লেখ্য, শ্রীদেবীর কামব্যাক ছবি ‘মম’ (২০১৭) এর মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন সজল আলি। পরিচালক শেখর কাপুরের ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট’ছবিতে আবার তাকে অভিনয় করতে দেখা যাবে। ঠিক এমন সময়েই নতুন একটি সমালোচনায় জড়ালেন এই পাকিস্তানি অভিনেত্রী।

সূত্র: হিন্দুস্তান টাইমস


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126213 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 11:51:27 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group