• হোম > রাজশাহী > নওগাঁয় মরহুম আব্দুল জলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২০২২ অনুষ্ঠিত

নওগাঁয় মরহুম আব্দুল জলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২০২২ অনুষ্ঠিত

  • শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২, ১১:২৭
  • ৪৪৭

নওগাঁয় মরহুম আব্দুল জলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২০২২ অনুষ্ঠিত
আশরাফুল ইসলাম,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলা দুবলহাটি ইউনিয়নে মরহুম আব্দুল জলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২০২২ অনুষ্ঠিত।আজ শুক্রবার বিকেলে দুবলহাটি রাজা হর্নাথ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন সংরক্ষিত নওগাঁ সদর ০৫ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। পায়রা অবমুক্তকরণ ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেদী হাসান নয়ন যুগ্ন সাধারন সম্পাদক নওগাঁ জেলা আওয়ামী লীগ, তাজুল ইসলাম তোতা সাংগঠনিক সম্পাদক নওগাঁ জেলা আওয়ামী লীগ, মাহবুবুল আমল কমল সভাপতি নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগ, মাশরেফুর রায়হান মাহিন যুগ্ম-সাধারন সম্পাদক নওগাঁ সদর থানা আওয়ামী লীগ ও ১০নং ইউপি চেয়ারম্যান বলিহাড়,কাজী রুকুনুজ্জামান টুকু চেয়ারম্যান ১১ নং ইউনিয়ন শিকারপুর,মকলেছুর রহমান আজম চেয়ারম্যান ৬ নং দুবল হাটি ইউনিয়ন, ময়নুল হাসান রানা সভাপতি দুবলহাটি রাজা হর্নাথ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি, ক্রীড়া প্রেমী এমরান হোসেন হাকিম মেম্বার পদ প্রার্থী ২নং ওয়ার্ড শিকার পুর ইউনিয়ন।অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন নাদিয়া ডিস্টিবিউশন লিঃ। সকল আনুষ্ঠানিকতা শেষে বল মাঠে গড়ায়। প্রথম দিনের খেলায় বালক দলে মুখোমুখি হয় বদলগাছী উপজেলা বনাম মান্দা উপজেলা।খেলার প্রথমার্ধে ০২ গোলে এগিয়ে থাকে মান্দা দলের খেলোয়ার, দ্বিতীয়ার্ধের শুরু থেকে দলকে এগিয়ে নিতে আক্রমন শুরু করে উভয় দলই। দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটের মধ্যে পর পর ৩ গোল প্রতিপক্ষের জালে বল দিয়ে বদলগাছীর খেলোয়ার দলকে এগিয়ে নেয়।বদলগাছীর উপজেলা একাদশের ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার নিরব ।পরে গোল পরিশোধ করতে না পারায় জয়লাভ করে বদলগাছী। খেলায় ৩.-২ গোলে জয়লাভ করে বদলগাছী দল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126215 ,   Print Date & Time: Wednesday, 9 July 2025, 05:55:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group