• হোম > রংপুর > ডোমারে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডোমারে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:২৭
  • ৪৩৩

সভাপতি আসাদুজ্জামান চয়ন এবং সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট তহিদুল ইসলাম
শাহিনুর রহমান, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি আসাদুজ্জামান চয়ন এবং সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট তহিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ডোমার পৌর জাতীয় পার্টির সভাপতি হাবিবুল্লাহ এবং সাধারণ সম্পাদক হাসান চৌধুরীর নামও ঘোষণা করেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নীলফামারী-৪ সৈয়দপুর-কিশোরগঞ্জ আসনের সংসদ সদস্য আহসান মোঃ আদেলুর রহমান আদেল এমপি।
১৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে জাতীয় পার্টির ডোমার উপজেলা শাখার দ্বি -বাষিক সম্মেলনে ডোমার উপজেলা শাখার আহবায়ক সার্জেন্ট (অবঃ) মোঃ তহিদুল ইসলাম এর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নীলফামারী-৪ সৈয়দপুর-কিশোরগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য আহসান মোঃ আদেলুর রহমান আদেল এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রশিদুল ইসলাম, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য লেঃ কর্নেল তছলিম উদ্দিন (পি,এস,সি) নীলফামারীর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ.কে.এম সাজ্জাদ পারভেজ, জাতীয় পার্টি জেলা মহিলা দলের আহ্বায়ক তৌহিদা জ্যোতি, সদস্য সচিব শারমিন রিমা, জেলা শ্রমিক পার্টির সভাপতি বজলার রহমান, ডোমার উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সার্জেন্ট (অবঃ) তহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান চয়ন, ডোমার উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক গোলাম রব্বানী প্রমুখ।
এসময় এমপি আদেল বলেন, বাংলাদেশের যে উন্নয়নগুলো হচ্ছে সেগুলো এরশাদ সাহেবের উন্নয়নের ভিত্তির উপরেই, তিনি আরও বলেন, রাজনৈতিক ভাবে আমরা জনগনের পক্ষে অবস্থান নিয়েছি। দেশের মানুষ অনেক বছর আওয়ামীলীগ-বিএনপির রাজনীতি দেখেছে। হোসাইন মুহাম্মদ এরশাদের সংস্কারমূলক কর্মকান্ড এবং তার উদ্যোগসমূহ বাংলাদেশকে অনেকদুর অগ্রসর করেছে। এখনো বাংলাদেশে যে উন্নয়নগুলো হচ্ছে সেগুলো এরশাদ সাহেবের উন্নয়নের ভিত্তির উপরেই হচ্ছে।
উক্ত অনুষ্ঠান সাফল্যম-িত করতে ডোমার উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী অংশগ্রহন করেন। নতুন কমিটি পেয়ে তৃনমূলের নেতাকর্মীগণ অনেক আনন্দ প্রকাশ করেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126229 ,   Print Date & Time: Sunday, 31 August 2025, 02:55:04 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group