• হোম > আন্তর্জাতিক > রাতভর প্রবল বৃষ্টি, ইতালিতে বন্যায় ১০ জনের মৃত্যু

রাতভর প্রবল বৃষ্টি, ইতালিতে বন্যায় ১০ জনের মৃত্যু

  • শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৭
  • ৩৭২

 ছবি: সংগৃহীত

ইউরোপের দেশ ইতালিতে রাতভর প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অন্তত ১০ জন মারা গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও তিনজন।

ইতালির মধ্যাঞ্চলীয় মার্চে এলাকায় এই ঘটনা ঘটে।

ইতালীয় কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, উদ্ধারকারীরা এখনও নিখোঁজ তিনজনের সন্ধান চালানো অব্যাহত রেখেছে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, মার্চের পার্শ্ববর্তী উমব্রিয়া অঞ্চলের নিকটবর্তী কান্তিয়ানো গ্রামের বাসিন্দাদের রাস্তা থেকে কাদা পরিষ্কার করছে। স্থানীয় বাসিন্দা লুসিয়ানা অ্যাগোস্টিনেলি বলেন, “(বন্যায়) আমার ফলের দোকানটি উল্টে গেছে।”

ইতালির নাগরিক সুরক্ষা সংস্থা বলেছে, দুই থেকে তিন ঘণ্টার মধ্যে প্রায় ৪০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সাধারণত এক বছরে যে পরিমাণ বৃষ্টি হয়ে থাকে এটি তার এক তৃতীয়াংশ। বন্যার কবলে পড়া সেরার সান্ত’অবন্দিওর মেয়র লুডোভিকো ক্যাভার্নি রাষ্ট্রীয় রেডিও আরএআই’কে বলেছেন, “এটি (বৃষ্টি ও বন্যা) ভূমিকম্পের মতো ছিল।” সূত্র: রয়টার্স


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126237 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 10:59:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group