• হোম > চট্টগ্রাম > শহরে চাঁদা না পেয়ে ফের সিএনজি অটোরিকশার ওপর হামলা চালিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা

শহরে চাঁদা না পেয়ে ফের সিএনজি অটোরিকশার ওপর হামলা চালিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা

  • রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৯
  • ৪২৬

 শহরে চাঁদা না পেয়ে ফের সিএনজি অটোরিকশার ওপর হামলা চালিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা

মনিকা আক্তার, রাঙামাটি প্রতিনিধি:

শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাঙামাটি শহরের লুম্বিনী বিহারস্থ গ্যাস পাম্পের অদূরে এই হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হলেও ঝুঁকি নিয়ে পালিয়ে আসায় চালক আবুল হোসেন প্রাণে রক্ষা পান।

এদিকে এই ঘটনার প্রতিবাদে বোরবার সকাল ৬ টা থেকে রাঙামাটি শহরে অনির্দিষ্টকালের জন্য অটোরিকশা চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাঙামাটি জেলা অটোরিকশা চালক কল্যাণ সমিতি।

সংগঠনটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। শনিবার দিবাগত রাত সোয়া ১১টায় প্রতিবেদককে জানান, শুক্রবার দুপুরে আসামবস্তি কাপ্তাই সড়কে একটি অটোরিকশা জ্বালিয়ে দেয় পাহাড়ি সন্ত্রাসীরা। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে রাঙামাটি শহরে আমরা বিক্ষোভ মিছিল করে প্রশাসনকে তিন দফা দাবি বাস্তবায়নে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। এরই মধ্যে শনিবার রাতে আমাদের অটোরিকশা চালক সমিতির কার্যকরি কমিটির সদস্য আবুল হোসেন নিজ অটোরিকশা নিয়ে বাসায় ফেরার সময় উপজাতীয় কয়েকজন যুবক গ্যাসপাম্প এলাকায় অটোরিকশাটি থামতে বলে।এসময় গাড়ি না থামিয়ে দ্রুত বেগে সরে আসার সময় গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা।

এতে করে গাড়িটির আংশিক ক্ষতি হলেও চালক প্রাণে বেঁচে ফিরে আসেন। বিষয়টি কোতয়ালী থানায় লিখিত আকারে জানানোর প্রস্তুতি নিচ্ছেন বলেও প্রতিবেদককে জানিয়েছেন মিজানুর রহমান।

রাঙামাটি শহরে চাঁদা না পেয়ে আগুন লাগিয়ে অটোরিকশা জ্বালিয়ে দেওয়ার ৩৫ ঘণ্টার ব্যবধানে ফের সিএনজি অটোরিকশার ওপর হামলা চালিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126241 ,   Print Date & Time: Thursday, 6 November 2025, 07:04:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group