• হোম > আইন-অপরাধ | সিলেট > হবিগঞ্জ অভিযানে ১২ বোতল হুসস্কি মদসহ গ্রেফতার ২

হবিগঞ্জ অভিযানে ১২ বোতল হুসস্কি মদসহ গ্রেফতার ২

  • রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৮
  • ৫৮৯

হবিগঞ্জ অভিযানে ১২ বোতল হুসস্কি মদসহ গ্রেফতার ২

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১২ বোতল বিদেশি হুসস্কি মদ সহ ০২ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার( ১৭ সেপ্টেম্বর২২) ইং রাত সারে ১০ ঘঠিকায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১২ বোতল বিদেশি হুসস্কি মদ সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন।

জেলা গোয়েন্দা পুলিশের সুত্রে জানা যায়, জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করেন জেলা ডিবি পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ সদর থানার হবিগঞ্জ পৌরসভার অর্ন্তগত ০২ নং পুল হবিগঞ্জ টু শায়েস্তাগঞ্জ রোডের পাশে খাজা হোটেলের সামনের পাকা রাস্তার উপর হতে বানিয়াচং উপজেলার সাগর দিঘির দক্ষিণ পাড়ের মৃত নছির উল্ল্যার ছেলে জমির (৩৫) থানা-বানিয়াচং, হবিগঞ্জ।

লাখাই উপজেলার রারিশাইল গ্রামের -অমিয় ভট্টাচার্য্য ছেলে নিউটন ভট্টাচার্য্য (৩২), থানা-লাখাই, হবিগঞ্জ কে ১২ (বার) বোতল বিদেশি মদ (যার মূল্য অনুমান–৭২,০০০/- টাকা) সহ আটক করা হয়।

মাদক ব্যবসায়ী দের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হবে। বিষয় টি নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126243 ,   Print Date & Time: Saturday, 20 December 2025, 08:19:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group