• হোম > বিশেষ নিউজ > হবিগঞ্জের লাখাই থানায় নবাগত অফিসার ইনচার্জ( ওসি)র যোগদান

হবিগঞ্জের লাখাই থানায় নবাগত অফিসার ইনচার্জ( ওসি)র যোগদান

  • রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৫
  • ১৩৯৪

হবিগঞ্জের লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো.নুনু মিয়া

মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো.নুনু মিয়া। শনিবার (১৭সেপ্টেম্বর২২)ইং বিকাল সারে ৩ ঘঠিকায় তিনি লাখাই থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে বিদায়ী লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম নবাগত ওসি মো.নুনু মিয়াকে ফুলের তুড়া দিয়ে বরণ করেন।বিষয়টি নিশ্চিত করেছে লাখাই থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) চম্পকদাম।

২০১৯ সালের দিকে লাখাই থানার অফিসার হিসেবে যোগদান করেছিলেন ওসি মোঃ সাইদুল ইসলাম।প্রায় ৩বছর এই থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বিদায়ী লাখাই থানার (ওসি) কে চট্রগ্রাম রেঞ্জে বদলি করা হয়।

এদিকে নবাগত ওসি মো. নুনু মিয়া সিলেট কানাইঘাট থানার সাবেক ওসি (তদন্ত) ছিলেন।তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শান্তিরক্ষী পদক লাভ করেছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126247 ,   Print Date & Time: Monday, 15 September 2025, 05:41:11 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group