• হোম > সৃষ্টিশীল ব্যক্তিত্ব > করোনা মহামারি ও স্মরনকালের ভয়াবহ বন্যায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন বাবুল

করোনা মহামারি ও স্মরনকালের ভয়াবহ বন্যায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন বাবুল

  • রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৫
  • ২৮৫৮

করোনা মহামারি ও স্মরনকালের ভয়াবহ বন্যায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন বাবুল
সুনামগঞ্জ প্রতিনিধি
করোনা মহামারি ও স্মরনকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ও দুর্গত মানুষের সেবায় জেলায় বিশেষ অবদানের জন্য তাহিরপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুলকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর)দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান সম্মাননা ক্রেষ্ট হাতে তুলে দেন।
এ সময় সুনামগঞ্জ -১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ -৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিছবাহ্, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শামীমা আক্তার খানম, সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ মতিউর রহমান, মো. জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার এহসান শাহ্, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,জেলার তাহিরপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক পদসহ বিশেষ কাজের অবদানের জন্য তিনি সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান,সুনামগঞ্জ জেলা উপজেলা পরিষদ এসোসিয়েশনের সভাপতি,সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশিং উপদেষ্টা হিসাবে সম্মানিত হয়েছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126252 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 07:57:18 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group