• হোম > বিএনপি > হামলার প্রতিবাদে বিএনপির কর্মসূচি ঘোষণা

হামলার প্রতিবাদে বিএনপির কর্মসূচি ঘোষণা

  • রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২, ১১:৫০
  • ৩৭২

 প্রতীকী ছবি

বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণ ও হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।

এতে বলা হয়, দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলি ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে রবিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগরসহ সারাদেশে জেলা, মহানগর ও উপজেলা সদরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় প্রতিবাদ সমাবেশ হবে। কর্মসূচি সফল করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।
এর আগে, শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে গুলশানে বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে হামলা চালানো হয়। এতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এরমধ্যে তাবিথ আউয়ালকে হাসপাতালে ভর্তি করানো হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126263 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 01:34:10 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group