• হোম > জাতীয় > বাংলাদেশ সীমায় মিয়ানমারের গোলাবারুদ ও আক্রমণ; ঢাকার কড়া প্রতিবাদ ও ব্যাখ্যা চেয়েছে

বাংলাদেশ সীমায় মিয়ানমারের গোলাবারুদ ও আক্রমণ; ঢাকার কড়া প্রতিবাদ ও ব্যাখ্যা চেয়েছে

  • রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৬
  • ৪০২

 ছবি: সংগৃহীত

একের পর এক বাংলাদেশ সীমায় মিয়ানমারের গোলাবারুদ ও আক্রমণের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ঢাকা। রোববার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তলব করে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। পাশাপাশি এসব ঘটনার ব্যাখ্যা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টির মিয়ানমার উইংয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাজমুল হুদা এ তথ্য জানিয়েছেন। বলেন, এ ঘটনায় কড়া প্রতিবাদ এবং কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়েছে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের পাহাড় থেকে ছোড়া একটি মর্টার শেল এসে তুমব্রু সীমান্তের বিপরীতে শূন্যরেখায় পড়ে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যুসহ কয়েকজন রোহিঙ্গার আহত হওয়ার ঘটনায় এদিন মিয়ানমা‌রের রাষ্ট্রদূতকে তলব ক‌রে পররাষ্ট্র মন্ত্রণালয়।

উ অং কিয়াউ মো-কে সহ দুজন রোববার বেলা ১১টা ২০ মি‌নি‌টে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে আসেন। এরপর ১৫‌ থে‌কে ১৭ মি‌নিট অপেক্ষা ক‌রি‌য়ে তাদেরকে মো. নাজমুল হুদার দফতরে ডে‌কে নেয়া হয়। প্রায় ৫০ মিনিট পর দুপুর ১২টা ১০ মিনিটের দিকে মিয়ানমারের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ওপারে গত শুক্রবার সন্ধ্যা থেকে গোলাগুলি চলে। ওই ঘটনায় রাখাইন রাজ্যের পাহাড় থেকে ছোড়া একটি মর্টার শেল এসে তুমব্রু সীমান্তের বিপরীতে শূন্যরেখায় পড়ে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়। এছাড়া ওই ঘটনায় এক শিশুসহ পাঁচ রোহিঙ্গা আহত হয়েছেন। তারা এখন হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মিয়ানমারের বিমান প্রবেশ, বাংলাদেশ সীমান্তের তুমব্রু এলাকায় মিয়ানমার ভূখণ্ডে থেকে ছোড়া একটি গুলি এসে পড়া, মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় পড়া এবং মিয়ানমার থেকে নিক্ষেপ করা একটি মর্টার শেল বাংলাদেশ সীমান্তে পড়ার ঘটনায় প্রায় মাসখানেকের কম সময়ের মধ্যে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তিনবার ডেকে কড়া প্রতিবাদ করেছে ঢাকা। প্রতিবারই তার হাতে নোট ভার্বাল ধরিয়ে দেয়া হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126275 ,   Print Date & Time: Wednesday, 14 January 2026, 06:38:43 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group