• হোম > আন্তর্জাতিক > ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ার ৫ সেনাসদস্য নিহত

ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ার ৫ সেনাসদস্য নিহত

  • রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:১০
  • ৩৫২

 ফাইল ছবি

সিরিয়ার দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দেশটির অন্তত ৫ সেনাসদস্য নিহত হয়েছেন। দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও রাজধানীর দক্ষিণাঞ্চলে চালানো এ বিমান হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ হামলার কারণে বিমান চলাচল ব্যহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর আল জাজিরার।

শনিবার (১৭ সেপ্টেম্বর) এ হামলা চালিয়েছে ইসরায়েল। এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষাবাহিনী হামলাটিকে বাধা দেয়ার চেষ্টা করেছে এবং বেশির ভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পেরেছে।

এ নিয়ে আঞ্চলিক কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, সিরিয়া ও লেবাননে হিজবুল্লাহসহ মিত্রদের কাছে অস্ত্র সরবরাহ করছে ইরান। ইরানের এই অস্ত্র সরবরাহ ব্যাহত করতেই ইসরায়েল সিরিয়ার বিমানবন্দরগুলোতে হামলা জোরদার করেছে। অবশ্য স্থলপথে অস্ত্র সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার পর তেহরান সামরিক সরঞ্জাম বহনের জন্য আকাশপথ বেছে নেয়। এখন সেই পথকেই বাধাগ্রস্ত করতে চাইছে ইসরায়েল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126277 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 07:26:47 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group