• হোম > খেলা > বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

  • রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৩
  • ৩৫৮

 ছবি: সংগৃহীত

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে আজ থেকে। আসরের প্রথম দিনই আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপের বাছাই পর্বে গ্রুপ ‘এ’তে রয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। আয়ারল্যান্ড ছাড়া গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

প্রথম ম্যাচে খেলতে নামার আগে বাংলাদেশের মেয়েরা একমাত্র প্রস্তুতি ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ৫৪ রানের জয় পেয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী থাকার কথা বাংলাদেশ দলের। কিন্তু খেলতে নামার আগেই ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেছেন ব্যাটার ফারজানা হক ও পেসার জাহানারা আলম। অনুশীলনে ডান-হাতে চোট পেয়ে বাছাইপর্ব থেকে ছিটকে গেছেন জাহানারা। আর ব্যাটার ফারজানা হক আক্রান্ত হয়েছেন করোনায়।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটিং অনেক দিন ধরেই মাথাব্যথার কারণ। ব্যাটার ফারজানার অনুপস্থিতিতে বাংলাদেশের কাজটা কঠিন হয়ে গেছে আরও। বাংলাদেশের নারীদের মধ্যে টি-টোয়েন্টিতে এক হাজার রান করা একমাত্র ব্যাটার যে এই ফারজানাই ছিলেন!

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অবশ্য বাংলাদেশ দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী। আগামী বছর দ. আফ্রিকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নিয়ে যেতে বদ্ধপরিকর তিনি।

বাছাই পর্বের প্রথম দিন বাংলাদেশ-আয়ারল্যান্ড ছাড়াও আরও তিনটি ম্যাচ রয়েছে। সেখানে লড়বে সংযুক্ত আরব আমিরাত-থাইল্যান্ড, জিম্বাবুয়ে-পাপুয়া নিউ গিনি এবং স্কটল্যান্ড-যুক্তরাষ্ট্র।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126283 ,   Print Date & Time: Tuesday, 4 November 2025, 02:06:06 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group