• হোম > খেলা > ভুয়া ‘বাবার’ নাম দিয়ে শেয়ার কিনলেন সাকিব!

ভুয়া ‘বাবার’ নাম দিয়ে শেয়ার কিনলেন সাকিব!

  • রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৮
  • ৪১৫

 ফাইল ছবি

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ব্রোকারেজ ফার্ম ‘মোনার্ক হোল্ডিংস লিমিটেড’-এর পক্ষে শেয়ার মার্কেট লাইসেন্স পেতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সবাইকে অবাক করে দিয়ে, শেয়ারবাজারে ব্যবসা করার জন্য মোনার্ক হোল্ডিংসের অফিসিয়াল নথিতে বাবার নাম ‘জাল’ করেছেন দেশের সেলিব্রিটি এই ক্রিকেটার।

মোনার্ক হোল্ডিংসের একটি নথিতে দেখা যাচ্ছে, খন্দকার মাশরুর রেজার পরিবর্তে তার বাবার নাম কাজী আবদুল লতিফ বলে উল্লেখ করেছেন সাকিব।
অথচ সাকিবের বাবার নাম খন্দকার মাশরুর রেজা।

যোগাযোগ করা হলে সাকিবের বাবা তার নাম খন্দকার মাশরুর রেজা বলে নিশ্চিত করেন। তিনি কোথাও আবদুল লতিফ নাম ব্যবহার করেননি বলে জানান।

এ বিষয়ে সাকিব বলেছেন, ‘তিনি তার বাবার নাম সংশোধন করবেন। কোনো ভুল হলে কোম্পানি তা সংশোধন করবে।’

সাকিবের বিরুদ্ধে এই জালিয়াতির অভিযোগের বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, ‘এনআইডির মাধ্যমে বিনিয়োগকারীদের তথ্য যাচাই করায় বাবার ভুয়া নাম ব্যবহারের সুযোগ নেই।’

সূত্র : ডেইলি সান


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126285 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 04:27:01 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group