• হোম > অর্থনীতি > রিটার্ন দাখিলের শর্ত শিথিল

রিটার্ন দাখিলের শর্ত শিথিল

  • রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৪
  • ৩৬৪

 ফাইল ছবি

নির্দিষ্টসীমা পর্যন্ত ঋণগ্রহণ ও ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে রিটার্ন দাখিলের শর্ত শিথিল করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর ফলে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণগ্রহণ এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে দুই লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডে লেনদেনে তফসিলি ব্যাংকে কোনো আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দিতে হবে না।

রোববার (১৮ সেপ্টেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব মো. মহিদুল ইসলাম চৌধুরী সই করা এক বিশেষ আদেশে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১৮৪এ-এর উপধারা (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে করারোপযোগ্য আয় না থাকা সাপেক্ষে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণগ্রহণ এবং শিক্ষার্থী ক্যাটাগরিতে দুই লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে তফসিলি ব্যাংকগুলো আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।

আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126293 ,   Print Date & Time: Monday, 1 December 2025, 05:05:28 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group