• হোম > রাজনীতি > ‘বিভিন্ন দূতাবাসে সাহায্য চাওয়া বিএনপির মেরুদণ্ডহীন রাজনীতির সুস্পষ্ট বহিঃপ্রকাশ’

‘বিভিন্ন দূতাবাসে সাহায্য চাওয়া বিএনপির মেরুদণ্ডহীন রাজনীতির সুস্পষ্ট বহিঃপ্রকাশ’

  • রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৮
  • ৩৬৩

 ফাইল ছবি

বিদেশিদের কাছে নালিশ আর প্রকাশ্যে বিভিন্ন দূতাবাসে সাহায্য চাওয়া বিএনপির মেরুদণ্ডহীন রাজনীতির সুস্পষ্ট বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। বলেন, দেশ পরিচালনায় নতজানু হওয়ার নজির আওয়ামী লীগের নেই। বিএনপির রয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তারা কথায় কথায় দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশ করে। আর দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের অনুরোধ করে।

বিএনপি নতজানু, ভঙ্গুর ও পরনির্ভর রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি দেশকে পরনির্ভরশীল ও নতজানু দেখতে চায়। দলটি তাঁবেদার হয়ে থাকতে চায় বলেও দাবি করেন ওবায়দুল কাদের। অন্যদিকে আওয়ামী লীগ দেশকে একটি মর্যাদাশীল, সমৃদ্ধ অবস্থানে উন্নীত করতে চায় বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের গোলাবারুদ ও আক্রমণের ঘটনার পুনরাবৃত্তির কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি আন্তর্জাতিক আইন ও প্রটোকলের আলোকে খতিয়ে দেখছে বলে জানান সেতুমন্ত্রী। জানিয়েছেন, এ ঘটনা মিয়ানমারের বিভিন্ন গোষ্ঠীর সাথে তাদের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ফলে ভুলক্রমে ঘটেছে নাকি উসকানিমূলক তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ দেশের প্রতি ইঞ্চি মাটি শেখ হাসিনা সরকারের কাছে নিজের অস্তিত্বের মতো। বাংলাদেশ চায় যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান।

এর আগে এদিন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিস্কি। এ সময় রুশ রাষ্ট্রদূত বাংলাদেশে সড়ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126295 ,   Print Date & Time: Thursday, 17 July 2025, 04:07:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group