• হোম > চট্টগ্রাম > প্রশাসনের আশ্বাসে রাঙামাটিতে সিএনজি অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার

প্রশাসনের আশ্বাসে রাঙামাটিতে সিএনজি অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার

  • রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৯
  • ৪১২

প্রশাসনের আশ্বাসে রাঙামাটিতে সিএনজি অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার

মনিকা আক্তার, রাঙামাটি  প্রতিনিধি:

পাহাড়ি সন্ত্রাসীদের কর্তৃক জ্বালিয়ে দেওয়া সিএনজি অটোরিকশার ক্ষতিপূরণ প্রদান ও দোষীদের গ্রেফতারে প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদারের আশ্বাসে রাঙামাটিতে চলমান অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে রাঙামাটি জেলা অটোরিকশা চালক কল্যাণ সমিতি।

শুক্র ও শনিবার পরপর দু’দফা হামলার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি থেকে উত্তরণে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাঙামাটির সংসদ সদস্য দীপংকার তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটির পুলিশ সুপার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মূছা মাতব্বর, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, অটোরিকশা চালক কল্যাণ সমিতির সভাপতি পরেশ মজুমদারসহ নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে সভাটি পরিচালনা করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান।

সভায় উক্ত সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনাসহ স্থানীয় বাসিন্দাদের নিয়ে সম্প্রীতি সমাবেশ আয়োজনের উপর গুরুত্বারোপ করা হয়। এর আগে, রোববার সকাল থেকে কোনো প্রকার বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাঙামাটি শহরে অটোরিকশা ধর্মঘট শুরু করে বিক্ষুব্ধ চালকরা। বেলা ১১টায় শহরের শিল্পকলা একাডেমি চত্বরে চালক কল্যাণ সমিতির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। উক্ত সমাবেশ থেকে রাঙামাটির সর্বত্র অটোরিকশা চালকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি ও পাহাড়ি চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126308 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 05:15:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group