• হোম > শিক্ষাঙ্গন > জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে আগুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে আগুন

  • সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৭
  • ১০৫৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে আগুন

রাশেদ হোসেন রনি, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে রবিবার আনুমানিক রাত ১০ ঘটিকায় ১৩ তলার একটি রান্নাঘরে আগুন লাগে। প্রাথমিকভাবে জানা যায়, ঐ তলার গ্যাসের চুলার চাবি ঢিলে ছিল। তাই সে চুলাটিতে কাগজ দিয়ে দীর্ঘদিন ধরে ঢিলে অবস্থা সারিয়ে রাখা হয়েছিল। রান্না ঘরের সেই গ্যাসের চুলা থেকেই ঘটে এ অগ্নিসংযোগ।

দীর্ঘদিন ধরে বিভিন্ন ফ্লোরেই একাধিক গ্যাসের চুলা অকেজো হয়ে আছে। ছাত্রীরা হলের কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরেও সেসব চুলা ঠিক করার নামে রীতিমতো নানা অজুহাত দেখিয়ে আসছে। ফলস্বরূপ আজ হলের ১৩ তালায় নষ্ট গ্যাসের চুলায় আগুন লেগে যায়। এরপর হলে কর্মচারী এসে অগ্নি নির্বাপক সিলিন্ডারের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী জানায়, গ্যাসের চুলার চাবিটি দীর্ঘদিন ধরে লুজ ছিল।মেয়েরা কাগজ দিয়ে সেটা ব্যবহার করতো। আজ হঠাৎ চাবিটি থেকে কাগজটি খুলে যাওয়ার ফলেই তৎক্ষনাৎ আগুন লেগে যায়।পরবর্তীতে হলের কর্মরত ব্যক্তিদের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের বিষয়টি ছড়িয়ে পড়লে হলে ছাত্রীদের মাঝে আতংকের সৃষ্টি হয়। তারা তাড়াহুড়ো করে হলে নিচে নামতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উপস্থিত হয়। আধঘন্টা পর জানা যায়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই ছাত্রীরা এসবের সুষ্ঠু সমাধান চান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126325 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 12:38:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group