• হোম > আইন-অপরাধ > হবিগঞ্জ প্রশাসনের অভিযান; অনিয়মের দায়ে অর্থদন্ড প্রদান

হবিগঞ্জ প্রশাসনের অভিযান; অনিয়মের দায়ে অর্থদন্ড প্রদান

  • সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৭
  • ৪৫১

অনিয়মের দায়ে অর্থদন্ড প্রদান

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৮ টি মামলা দায় ও অর্থদন্ড প্রদান করা হয়।

রবিবার (১৮ সেপ্টেম্বর২২) ইং দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ১৮ টি মামলায় ১০হাজার ৩শ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম উক্ত অভিযান পরিচালনা করেন।

আজমিরীগঞ্জ বাজারে ফুটপাত ও রাস্তা সংলগ্ন ড্রেইনে অবৈধভাবে গড়ে উঠা অস্থায়ী দোকান,বাজারের যত্রতত্র রিক্সা-ইজিবাইক অবৈধ পার্কিং এর দায়ে জরিমানা প্রদান করা হয়।

অপ্রাপ্ত বয়স্ক রিক্সা-ইজিবাইক চালকদের সতর্ক করে ভবিষ্যতে এ ধরণের কাজ থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়।

আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম জানান দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা, আজমিরীগঞ্জ বাজারে অবৈধভাবে ফুটপাত দখলবাজদের এবং সাধারণ কৃষকরা যাতে করে কৃষিপণ্য নায্যমূল্যে পায় সেজন্য সারসহ সব ধরনের কূষিজ পন্যের দোকানে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যহত থাকবে।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলীর নেতৃত্বে এক দল পুলিশ ভ্রাম্যমাণ আদালতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126331 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 06:47:47 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group