• হোম > রাজশাহী > ট্রাফিক আইন বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ট্রাফিক আইন বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২, ১০:১৪
  • ৩৯৩

ট্রাফিক আইন বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদ সভাকক্ষে রবিবার বেলা ৯টায় ট্রাফিক আইন বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ ১৯-২২ সেপ্টেম্বর ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্ট্রারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগীতায়, উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা সমাজকল্যাণ বিষয়ক কমিটির বাস্তবায়নে, ট্রাফিক আইন বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ প্রথম দিনে ৩০ জন সিএনজি, অটোরিক্সা ও থ্রী-হুইলার চালকে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী গুরুত্বপূর্ণ কতিপয় অপরাধের ধরণ ও দন্ড বিষয়ে অবহিত করণসহ ট্রাফিক আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় ওই প্রশিক্ষণে। প্রতি ব্যাচে ৩০ জনড্রাইভাকে নিয়ে ৪টি ব্যাচে মোট ১২০ জনকে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।

উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, অফিসার ইনচার্জ (ওসি) রওশন ইয়াজদানী, উপজেলা উন্নয়ন সহায়ক স্থানীয় সরকার বিভাগ, আব্দুল জোব্বার তালুকদার প্রমুখ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126337 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 06:42:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group