• হোম > আন্তর্জাতিক > মদিনায় স্বর্ণ ও কপারের খনির সন্ধান, বিশাল বিনিয়োগের আশা সৌদির

মদিনায় স্বর্ণ ও কপারের খনির সন্ধান, বিশাল বিনিয়োগের আশা সৌদির

  • সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৬
  • ৩৩৫

  মদিনায় স্বর্ণ ও কপারের খনির সন্ধান, বিশাল বিনিয়োগের আশা সৌদির

সৌদি আরবের মদিনায় স্বর্ণ ও কপারের খনির সন্ধান পাওয়া গেছে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে সৌদি প্রেস এজেন্সি। এতে বলা হয়, স্বর্ণের ও তামার খনিটি মদিনার আবা আল-রাহার সীমানা ও উম্ম আল-বারাক হেজাজের সীমানার মধ্যে রয়েছে। এছাড়া ওয়াদি আল-ফারা অঞ্চলের আল-মাদিক এলাকার চারটি স্থানে তামার আকরিক আবিষ্কৃত হয়েছে।

মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, নতুন এই আবিষ্কারের কারণে দেশটিতে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। মদিনা অঞ্চলে অবস্থিত উম্মাল-দামার মাইনিং সাইটের লাইসেন্স পেতে ১৩টি সৌদি এবং বিদেশি কোম্পানি জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। সেখানে প্রায় ৫৩৩ মিলিয়ন ডলার বিনিয়োগের আশা করা হচ্ছে। পাশাপাশি প্রায় চার হাজার জনের কর্মসংস্থানও হবে।

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবের মাইনিং খাত বড় হয়ে উঠছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন২০৩০ এর অধীনে খনি থেকে সম্পদ আহরণের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

তেলভিত্তিক অর্থনীতি থেকে বেড়িয়ে এতে বৈচিত্র আনার লক্ষ্য নির্ধারণ করেছেন বিন সালমান।
গত জুলাই মাসে সৌদি আরবের খনিজ সম্পদ মন্ত্রী খালিদ আল-মুদাইফার জানান, ২০২১ সালে মোট আট বিলিয়ন ডলারের বিদেশী বিনিয়োগ এসেছে সৌদি আরবের খনি শিল্পে। এ বছরের প্রথমে দেশটি জানায়, তারা আশা করছে খনি শিল্পে ১৭০ বিলিয়ন ডলার বিনিয়োগ আসবে। ২০১৮ সালে সৌদি আরব জানিয়েছিল, তাদের প্রায় ১.৩ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126345 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 06:31:21 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group