• হোম > আন্তর্জাতিক > কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত বেড়ে ১০০

কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত বেড়ে ১০০

  • সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২, ১১:২১
  • ৩৭০

 ছবি: সংগৃহীত

কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে দুই দেশের অন্তত ১০০ জন নিহত হয়েছেন।

রোববার (১৮ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে কোন দেশের কতজন, তা জানা যায়নি। তবে, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) উভয় পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়।

জানা গেছে, কিরগিজস্তান-তাজিকিস্তানের মধ্যে ১ হাজার কিলোমিটর সীমান্ত রয়েছে। এই সীমান্তের এক তৃতীয়াংশেরও বেশি বিতর্কিত। এ নিয়ে প্রায়ই সংঘর্ষে লিপ্ত হয় দুই দেশ। মূলত, গত শতাব্দীর ৯০ দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে দুই দেশের মধ্যে সীমানা নিয়ে বিতর্ক রয়েছে। উভয় দেশে যুদ্ধবিরতিতে সম্মত হওয়া সত্ত্বেও গত সপ্তাহের শুরুতে নতুন করে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষই সহিংসতা শুরু এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অন্যকে দোষারোপ করছে।

উল্লেখ্য, গত বছরে উভয় দেশের মধ্যে নজিরবিহীন লড়াইয়ে প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছিল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126365 ,   Print Date & Time: Monday, 15 December 2025, 04:56:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group