• হোম > খেলা > ইলিয়াস সানির দুর্ধর্ষ ব্যাটিং বোলিংয়েও জিততে পারলো না বাংলাদেশ

ইলিয়াস সানির দুর্ধর্ষ ব্যাটিং বোলিংয়েও জিততে পারলো না বাংলাদেশ

  • সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২, ১২:৫১
  • ৩৬৬

 ছবি: সংগৃহীত

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে শ্বাসরুদ্ধকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ইলিয়াস সানি।

প্রথমে ইনিংসে পুরো ২০ ওভার ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫৮ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন সেই ইলিয়াস সানিই। ২০ রান করে সংগ্রহ অলক কাপালি ও নাজমুস সাদাতের।

অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে ভালো বল করেছেন ডার্ক ন্যানেস। ২ ওভারে ১ মেডেন দিয়ে ১ উইকেট সংগ্রহ করেছেন তিনি। একটি করে উইকেট পান ব্রেট লি, শেন ওয়াটসন, জন হ্যাস্টিংস, ব্রাইস ম্যাকগেইন, জর্জ স্মিথ ও নাথান রিয়ারডন।

জবাবে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় অজিরা। শেষ ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল ২১ রান। তবে আবুল হাসানের করা সেই ওভারে এক ছক্কা ও তিন চারে ২১ রান তুলতে সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ব্রাড হাডিন। আর অধিনায়ক শেন ওয়াটসনের ব্যাট থেকে আসে ৩৫ রান। বাংলাদেশের হয়ে সানি নেন ৪ উইকেট। আব্দুর রাজ্জাক শিকার করেছেন ২ উইকেট।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126379 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 10:05:56 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group