• হোম > বিএনপি > যেখানেই হামলা, সেখানেই প্রতিরোধ : রিজভী

যেখানেই হামলা, সেখানেই প্রতিরোধ : রিজভী

  • সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩২
  • ৪৪৮

 সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী

সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন থেকে যেখানেই হামলা হবে সেখানেই জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে আহত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতির বাবা-মাকে দেখতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

রিজভী বলেন, ছাত্রদল নেতা মাসুদকে না পেয়ে তার বাড়িঘর ভাঙচর ও পরিবারের ওপর হামলার সরকারের চরম নৃশংসতার বহিঃপ্রকাশ। এই ঘটনা সকল নিষ্ঠুরতাকে হার মানিয়েছে।

তিনি বলেন, এ সরকার দেশে নৈরাজ্য সৃষ্টি করে মানুষকে ভয় পাইয়ে দিতে চায়। হামলা, মামলা করে বিএনপিকে ভয় দেখানো যাবে না। জুলুম নির্যাতন করে এই সরকারের শেষ রক্ষা হবে না।

বিএনপির এই নেতা বলেন, সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে জনগণ আজ ঐক্যবদ্ধ। এর জবাব জনগণ অচিরেই দেবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126398 ,   Print Date & Time: Thursday, 18 December 2025, 06:54:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group