• হোম > বিনোদন > অবশেষে ‘রোহিঙ্গা’ মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষনা

অবশেষে ‘রোহিঙ্গা’ মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষনা

  • মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৪
  • ৩৯০

রোহিঙ্গা’ মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষনা

মারুফ সরকার: মিয়ানমার সামরিক বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লক্ষাধিক রোহিঙ্গা। মানবিক দিক বিবেচনায় এ দেশের সরকার তাদের জন্য খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করেছে।

রোহিঙ্গা-সংকটের মৌলিক দিকগুলো নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড ২০১৭ সালের নির্মাণ শুরু করেছিলেন ‘রোহিঙ্গা’ শিরোনোর একটি চলচ্চিত্র। গেল বছর ২ নভেম্বর এটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। তবে করোনায় দেশের চলচ্চিত্র শিল্পের অবস্থা ভালো না থাকায় সিনেমাটি মুক্তি দেননি তিনি। পরিস্থিতি স্বাভাবিক ও দর্শক হলমুখী হওয়ায় ২১ অক্টোবর সিনেমাটি মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে।

ছবিটির পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড এ তথ্য জানান। তিনি বলেন, “আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে, আগামী ২১ অক্টোবর ২০২২ ‘রোহিঙ্গা’ চলচ্চিত্রের শুভমুক্তির দিন ধার্য করা হয়েছে।”

সিনেমাটি প্রসঙ্গে গুণী এ নির্মাতা আরো বলেন, ‘একজন চলচ্চিত্রকার হিসেবে আমি কেবল সমস্যাগুলো তুলে ধরতে পারি, সমাধান দিতে পারি না। এই দায়িত্ব সরকারের।’

এই সিনেমায় অভিনয় করেছেন আরশি, ওমর আয়াজ অনি, সাগর, বৃষ্টি, তানজিদ, এনামুল হক, শাকিবা, হায়াতুজ্জামান, গোলাম রাব্বানি মিন্টু প্রমুখ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126418 ,   Print Date & Time: Tuesday, 1 July 2025, 06:48:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group