• হোম > রংপুর > বিরামপুরে ৪০২ জন হতদরিদ্রের মাঝে চাল বিতরণ

বিরামপুরে ৪০২ জন হতদরিদ্রের মাঝে চাল বিতরণ

  • মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৯
  • ৩৯৬

বিরামপুরে ৪০২ জন হতদরিদ্রের মাঝে চাল বিতরণ

মো:আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিজিডি কার্ডের আওতায় ৪০২ বস্তা ৪০২ জন হতদরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেছেন।

১৯ সেপ্টেম্বর সোমবার সকালে দিওড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল ইউনিয়ন পরিষদ চত্বরে ৯টি ওয়ার্ডে মোট ৪০২ জন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি কার্ডের ৪০২ এই চাল বিতারণ করেন।

ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, ২০২১-২০২২ অর্থ বছরে ভিজিডি কর্মসূচীর আওতায় ইউনিয়নের দুস্থ প্রত্যেকের মাঝে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে। চাল নিতে আসা সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের পাশে থেকে জনসেবায় নিয়োজিত আছি। বিগত দিনের ন্যায় আমার এই ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব মাসুদুর রহমান ইউপি সদস্য মুক্তার হোসেন, ট্যাগ অফিসার পিয়াস হাবীব, স্থানীয় ওয়ার্ড সদস্যসহ আনেকে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126420 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 01:37:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group