• হোম > বিনোদন > রনির জন্য দোয়া চাইলেন মা

রনির জন্য দোয়া চাইলেন মা

  • মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৯
  • ৩৮৬

 ছবি: সংগৃহীত

‘মীরাক্কেল’ খ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি’র সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তার মা বিনা বেগম। শনিবার দুপুরে রনি’র গ্রামের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার বিলদহর গ্রামে গণমাধ্যমকর্মীদের সামনে ছেলের জন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।

এসময় তিনি বলেন, ‘তার ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। ‘আল্লাহ’ যেন আমার সন্তানকে সুস্থ করে দেন, আমার বুকে ফিরিয়ে দেন।’ কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমার ছেলে অসুস্থ। আমি দেশবাসীর কাছে আবেদন করছি আল্লাহর কাছে দোয়া করতে যাতে ওকে আমার কোলে ফিরিয়ে দেয়।’

উল্লেখ্য, জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’-এর ষষ্ঠ সিজনের বিজয়ী জনপ্রিয় কমেডিয়ান আবু হেনা রনি। দেশের পাশাপাশি পশ্চিবঙ্গেও বেশ জনপ্রিয় এই কমেডিয়ান। সম্প্রতি দুর্ঘটনার কবলে পড়ে আগুনে পুড়ে গেছে তার শরীরের অনেক অংশ। গত ১৬ সেপ্টেম্বর বিকালে গাজীপুর জেলা পুলিশ লাইনসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন রনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126442 ,   Print Date & Time: Tuesday, 5 August 2025, 04:33:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group