• হোম > বিনোদন > অশ্লীল ভিডিওর অভিযোগে দুই নারী ইউটিউবারকে মারধর

অশ্লীল ভিডিওর অভিযোগে দুই নারী ইউটিউবারকে মারধর

  • মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩০
  • ৫০৪

 ছবি: সংগৃহীত

অশ্লীল মিউজিক ভিডিও নির্মাণের অভিযোগে সন্নতি মিত্র ও শ্রী ভদ্র নামে দুই নারী ইউটিউবারকে ব্যাপক মারধর করা হয়েছে। গুরুতর জখম হয়েছেন তারা। এ ঘটনায় ভারতের উত্তর চব্বিশ পরগনার রহড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতোমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাওয়ার পথে সন্নতি মিত্রের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন শ্রী ভদ্র। তিনি জানান, একটি বাইকে দুটি ছেলে ছিল। তারা আমাদের অকথ্য ভাষায় গালাগাল করে। তারা লাঠি হাতে আমাদের ওপর আক্রমণ করে। আমাদেরকে ব্যাপক মারধর করে। আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। এ সময় শ্রী ভদ্র তার শরীরের জখম হওয়া স্থানগুলো দেখান।

শ্রী ভদ্র আরও জানান, আমরা একটি মিউজিক ভিডিও বানিয়েছি, যার নাম ‘রসগোল্লা’। এই গানের কমেন্টবক্সে অনেক বাজে মন্তব্য এসেছে। ফেসবুক লাইভে আমাদের ঘুরতে বের হওয়ার কথা জানিয়েছিলাম। বুঝতে পারিনি, দুষ্কৃতকারীরা আমাদের অবস্থান জেনে হামলা করবে। তারা পরিকল্পনা করেই আক্রমণ করেছে। তাহলে কি আমরা স্বাধীনভাবে কাজ করতে পারব না?

প্রসঙ্গত, ২০১৭ সালে মডেলিং ও অভিনয়ে যাত্রা শুরু করেন সন্নতি ও শ্রী। পাশাপাশি ইউটিউব চ্যানেলেও সক্রিয় হন। ধীরে ধীরে নেটিজেনদের নজরে আসতে শুরু করেন তারা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126448 ,   Print Date & Time: Thursday, 18 September 2025, 10:17:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group