• হোম > ঢাকা > মাদারীপুরের ডাসারে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মাদারীপুরের ডাসারে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৭
  • ৪৯৬

মাদারীপুরের ডাসারে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠি
কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাদারীপুরের ডাসার উপজেলার সকল পূজা মন্ডপে সি.সি ক্যামেরা স্থাপনের দাবী করেছেন স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে এক মতবিনিময় ও মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায় পূজা উদযাপন পরিষদের কাছে মন্ডপে-মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের দাবী করেছেন উপজেলা প্রশাসন।
ডাসার উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান,সরকারি শেখ হাসিনা একাডেমী এ্যান্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা,ডি.কে.আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজের সহকারি অধ্যাপক নবী মাহমুদ আশরাফ,শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভ আনন্দ বাড়ৈ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মস্তফা কামাল,যুব উন্নয়ন অফিসার মোঃ আবুল খায়ের,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শহীদুল ইসলাম,হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ আমিনুল হক মৃধা,গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ মাতুব্বর,কাজীবাকাই ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ,বালিগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবর রহমান খান,নবগ্রাম ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার,ডাসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রেশমা আক্তার,ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান আজাদ প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যকালে উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন বলেন, আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপনে শান্তি শৃংখলা বজায় রাখতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা, মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন, আনসার-ভিডিপি ও পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রাখতে সকলকে অনুরোধ জানান।
ইউপি চেয়ানম্যানদের বলেন, আপনাদের এলাকায় কোন ঘটনা ঘটলে আমাকে বিষয়টি সাথে সাথে অবগত করবেন এবং গ্রাম পুলিশকে এ ম্যাসেসটি জানিয়ে দিবেন।
আগামী ১ অক্টোবর থেকে হিন্দু ধর্মালম্বীদের সবচেয় বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। আর এবার উপজেলায় ৪১টি মন্ডপে শারদীয় দুর্গা পূজার প্রতিমা শোভা পাবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126454 ,   Print Date & Time: Sunday, 14 September 2025, 03:51:52 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group