• হোম > আইন-অপরাধ | সিলেট > হবিগঞ্জ দুই করাতকল মালিককে অর্থদন্ড প্রদান!

হবিগঞ্জ দুই করাতকল মালিককে অর্থদন্ড প্রদান!

  • বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২, ১০:৫০
  • ২৪৯৯

হবিগঞ্জ দুই করাতকল মালিককে অর্থদন্ড প্রদান

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবলে দুই করাত কল মালিকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেনন উপজেলা প্রশাসন এসিল্যান্ডক।

সরকারি আইন ভঙ্গ করে রাস্তার উপর গাছ ফেলে জন মানব চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে ২টি করাতকল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করেন- ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর২২) ইং ২ ঘঠিকায় উপজেলার চলিতাতলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে চৌধুরী সমিল এবং লাল মিয়ার সমিল নামে দুইটি করাতকলের মালিককে ১৫,০০০ টাকা করে মোট ৩০,০০০/- ( ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

রাস্তা থেকে গাছ সরিয়ে দ্রুত জন চলাচলের রাস্তা পরিষ্কার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন।

এছাড়াও জালালাবাদ গ্যাস ফিল্ড এর ফেলে রাখা গ্যাস পাইপ অতি দ্রুত সরিয়ে নেওয়ার জন্য ডিজিএম, জালালাবাদ গ্যাস ফিল্ডকে মোবাইল ফোনে তিনি অবহিত করেন।

রাস্তায় গাছ ফেলে জনচলাচলে দুর্ভোগ সৃষ্টি করেছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126474 ,   Print Date & Time: Wednesday, 17 December 2025, 09:03:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group