• হোম > আইন-অপরাধ | খুলনা > নড়াইলে পুলিশের নিয়মিত অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১২

নড়াইলে পুলিশের নিয়মিত অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১২

  • বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২, ১১:১৩
  • ৯৫৬

নড়াইলে পুলিশের নিয়মিত অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১২

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে পুলিশের ২৪ ঘন্টার নিয়মিত অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ২২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলামের তত্বাবধানে এসআই অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ নড়াইল পৌরসভার বরাশুলা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ অহিদুর রহমান সুজনকে (৩৬) গ্রেফতার করেন। সে নড়াইল পৌরসভার বরাশুলা গ্রামের মৃত সাইফুর রহমানের ছেলে।
এছাড়াও ডিবি পুলিশের এসআই মঞ্জুর মোর্শেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কালিয়া উপজেলার পার বিষ্ণপুর এলাকা থেকে ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. লাহু শেখকে গ্রেফতার করেন। মো. লাহু শেখ (৩০) কালিয়া উপজেলার পার বিষ্ণপুর গ্রামের মৃত তানশেন শেখের ছেলে। সে জিআর-১১৫/২০ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

নড়াইল সদর থানার এএসআই আনিস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার ঘোড়াখালি এলাকা থেকে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাজী আলী আহমেদকে গ্রেফতার করেন। কাজী আলী আহমেদ (৩৫) নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের ভান্ডারিপাড়া গ্রামের কাজী গোলজারের ছেলে। সে সিআর-৩১/১৬ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
নড়াইল রুপগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির এসআই মো. হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ ০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জনকে গ্রেফতার করেন।
এছাড়াও নড়াইল জেলার বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার ৮জন আসামীকে গ্রেফতার করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126482 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 12:33:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group