• হোম > জাতীয় > জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৪
  • ৩৬২

 ফাইল ছবি

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সদর দফতরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংস্থার মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এসময় কুশল বিনিময় করেন দুই নেতা।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে শেখ হাসিনাকে বহনকারী বিমান পৌঁছানোর পর তাকে স্বাগত জানান ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত। বিমানবন্দরের বাইরে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তারা শ্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। আগামী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, নিউইয়র্কে থাকাকালে প্রধানমন্ত্রী ২০ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেবেন। আলোচনা করবেন দলীয় নেতাকর্মীদের সাথেও। প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকে ঘিরে উচ্ছ্বসিত দেশটিতে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীরা।

২০ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনা, ৭৭তম ইউএনজিএ বিতর্কের উদ্বোধনী অধিবেশন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত সংবর্ধনা এবং ‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অফ উইমেন লিডার্স’ শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে তার।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126500 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 12:15:51 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group