• হোম > রংপুর > সৈয়দপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সৈয়দপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

  • বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২, ১৯:০২
  • ৩৪৭

 সৈয়দপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
শাহিনুর রহমান, নীলফামারী প্রতিনিধিঃ 
নীলফামারীর সৈয়দপুরে খালের পানিতে ডুবে সাজিদ হোসেন (৩) ও তুহিন ইসলাম (৩) নামে দুটি শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের দলবাড়ি পাড়ায় ঘটনাটি ঘটে।

নিহত সাজিদ ওই পাড়ার সবজি বিক্রেতা সাদ্দাম হোসেনের ছেলে এবং তুহিন ইসলাম কৃষক আবুল হোসেনের ছেলে। নিহত দুই শিশু আপন চাচাতো ভাই।

বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম আজাদ জানান, নিহত ওই দুই শিশু বাড়ির পেছনে খোলা জায়গায় খেলা করছিল। হঠাৎখেলার এক পর্যায়ে পরিবারের সবার অজান্তে বাড়িসংলগ্ন প্রতিবেশী আব্দুস ছালামের গোসলখানার ব্যবহৃত খালের জমে থাকা পানিতে পড়ে ডুবে যায় দুইভাই। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ওই খালের পানিতে শিশু দুটির মরদেহ ভাসতে দেখে এবং স্থানীয়রা মিলে মরদেহ দুটি উদ্ধার করে।

শিশু দুটির নিহতের ঘটনায় এলাকায় শোকেরছায়া নেমে এসেছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126544 ,   Print Date & Time: Tuesday, 5 August 2025, 04:29:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group