• হোম > সিলেট > হবিগঞ্জ পুলিশের অভিযানে জুয়াড়ী গ্রেফতার ৬

হবিগঞ্জ পুলিশের অভিযানে জুয়াড়ী গ্রেফতার ৬

  • বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২, ১০:০৪
  • ২১৮৮

পুলিশের অভিযানে জুয়াড়ী গ্রেফতার ৬

মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানার পুলিশের অভিযানে জুয়া খেলার দায়ে ৬ জুয়ারি কে গ্রেফতার করেন পুলিশ।

আজমিরীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াগড় গ্রামের মোঃ আল আমিন মিয়া (৩০) পিতা- বাদল মিয়া, সাং- নোয়াগড় থানা- আজমিরীগঞ্জ, জেলা- হবিগঞ্জ এর ঘরে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।

বুধবার (২১সেপ্টেম্বর ২২) ইং বিকেলে আজমিরীগঞ্জ থানা পুলিশ জুয়ারি দের কে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করেন।

স্থানীয় ও পুলিশের সুত্রে জানা যায় জুয়া খেলা অবস্থায় আসামী ১। মো: রাসেল মিয়া (৩৫), পিতা-সাজাজত উল্লা @ কাছাই উন্না, ২। আঃ খালেক (৫০), পিতা-মৃত কাইয়ুম উল্লা ৩। মোঃ সুমন মিয়া (৩০), পিতা- মোঃ হারিছ উল্লা, সর্ব সাং- নোয়াগড় ৪। মোঃ রিয়াজ উদ্দিন (৫০), পিতা-মৃত আকিল উদ্দিন, সাং শুক্রীবাড়ি, সর্ব থানা- আজমিরীগঞ্জ, জেলা-হবিগঞ্জ ৫। মোঃ রয়েল মিয়া (৩৪), পিতা-মৃত জ্যোতি মিয়া, সাং-দৌলতপুর, থানা-শাল্লা, জেলা-সুনামগঞ্জ, ৬। মোঃ ওয়াসিম মিয়া (৩০), পিতা- মোঃ আক্কাছ মিয়া, সাং-শান্তিপুর, থানা-ইটনা, জেলা-কিশোরগঞ্জদের গ্রেফতার করা হয়।

আসামীদের নিকট থেকে জুয়া খেলায় ব্যাবহৃত ২৯৭৫/- টাকা এবং জুয়া খেলার সরঞ্জামাদি তাস জব্দ করা হয়।

আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়।

আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হইয়াছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126570 ,   Print Date & Time: Wednesday, 3 September 2025, 08:27:36 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group