• হোম > রংপুর > গাইবান্ধায় তিস্তায় ডুবে কৃষকের মৃত্যু

গাইবান্ধায় তিস্তায় ডুবে কৃষকের মৃত্যু

  • বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৫
  • ৪০০

প্রতীকী ছবি

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় ধানের চারা নিয়ে সাঁতরে তিস্তা নদী পাড়ি দেওয়ার সময় পানিতে ডুবে মোহাম্মদ আলী কিনু (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যার পর সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাদারীপাড়া গ্রাম এলাকায় তিস্তা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ আলী কিনু চর মাদারীপাড়া গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে। হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম বলেন, সকাল ১১টার দিকে মোহাম্মদ আলী কিনু তিস্তার নদীর মাঝ চরে আমন ধান রোপণের জন্য ধানের চারা নিয়ে সাঁতরে নদী পাড়ি দেওয়ার সময় পানিতে ডুবে যান। পরে তার স্বজন ও এলাকাবাসী নদীতে দিনভর খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। সন্ধ্যার পর তিস্তা নদীতে একজন মাঝি ভাসমান মরদেহ দেখতে পেয়ে পরিবারকে সংবাদ দিলে মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করা হয়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126576 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 09:42:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group