• হোম > খেলা > সাফজয়ী নারী ফুটবলারদের ব্যাগ থেকে টাকা চুরি

সাফজয়ী নারী ফুটবলারদের ব্যাগ থেকে টাকা চুরি

  • বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৬
  • ৫০১

 ছবি: সংগৃহীত

সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দেশে ফেরা বাংলাদেশ নারী ফুটবল দলের একাধিক খেলোয়াড়ের ব্যাগ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। এছাড়া কয়েকজনের ল্যাগেজের তালা ভাঙা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সাফজয়ী দলের একজন খেলোয়াড় আরটিভিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিমানবন্দর থেকে কৃষ্ণা রানী, সানজিদা ও শামসুন্নাহারের ব্যাগ থেকে দেড়লাখ টাকা ও মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। বেশ কয়েকজনের ব্যাগের জিপ খোলা ছিল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126579 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 09:57:41 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group