• হোম > খেলা > এবার টি-টেন লিগের ড্রাফটে আফিফ

এবার টি-টেন লিগের ড্রাফটে আফিফ

  • বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২, ১১:০০
  • ৩৩৮

 ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট টি-টেন লিগের প্লেয়ার ড্রাফটে এবার নাম উঠলো আফিফ হোসেনের।

সোমবার (২৬ সেপ্টেম্বর) খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে টি-টেন কর্তৃপক্ষ।

টি-টেনের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা ছিল, ‘ইয়াং গানস! আবুধাবি টি-টেনের ষষ্ঠ সিজনের ড্রাফটে আপনি এই তরুণদের মধ্যে কাকে বাছাই করতে সমর্থন করছেন?’

আফিফ ছাড়াও সর্বশেষ প্রকাশিত ড্রাফটে নাম লিখিয়েছেন পাথুম নিশাঙ্কা, ফজলে হক ফারুকী, দিলশান মাদুশাঙ্কা, জরডান কক্স, হ্যারি টেক্টর, ইজহারুল হক নাভিদ, আভিষ্কা ফার্নান্দো।

টি-টেন লিগের দল বাংলা টাইগার্স এবার আগেভাগেই নিয়ে রেখেছে সাকিব আল হাসানকে। বিশ্বসেরা অলরাউন্ডার দলটির অধিনায়ক এবং আইকন প্লেয়ার থাকবেন।

তরুণ খেলোয়াড় আফিফের আগে ড্রাফটে নাম উঠেছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং পেসার মোস্তাফিজুর রহমানের। অবশ্য টি-টেন লিগে এর আগেও বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন। দলটির আইকন ক্রিকেটারও ছিলেন তিনি।

টি-টেন লিগের ষষ্ঠ আসর শুরু হবে আগামী ২৩ নভেম্বর থেকে। ৪ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে ছয় দলের এই টুর্নামেন্টের। ছয়টি দল হলো-বাংলা টাইগার্স, ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস, চেন্নাই ব্রেভস, নর্দার্ন ওয়ারিয়র্স এবং টিম আবুধাবি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126581 ,   Print Date & Time: Friday, 4 July 2025, 08:35:54 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group