• হোম > জাতীয় > জাতিসংঘে পদ্মা সেতুর আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন প্রধানমন্ত্রীর

জাতিসংঘে পদ্মা সেতুর আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন প্রধানমন্ত্রীর

  • বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২, ১১:৩২
  • ৪০২

 ছবি: সংগৃহীত

জাতিসংঘ সদর দপ্তরে পদ্মা সেতু নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সদর দপ্তরের লেভেল ওয়ানের কার্ভড ওয়ালে পদ্মা সেতু নিয়ে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের জানান, বুধবার স্থানীয় সময় বিকালে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত এ চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, পদ্মা সেতু নিয়ে এ আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শনের সময় জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) প্রেসিডেন্ট লাচেজারা স্টোভাসহ বেশ কয়েকজন বিদেশি অতিথি উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বলেন, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি অতিথিদের বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। পদ্মা সেতু নির্মাণ আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক দোষারোপের চেষ্টা করেছিল। পরিবর্তীতে প্রমাণ হয়েছে, সেখানে কোনো দুর্নীতি হয়নি।

বাংলাদেশিদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মাদ জিয়াউদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, শিক্ষাউপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

১৯ সেপ্টেম্বর শুরু হওয়া এই চিত্র প্রদর্শনী আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126590 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 10:46:34 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group