• হোম > ফুটবল > বেতন বাড়ছে নারী ফুটবলারদের

বেতন বাড়ছে নারী ফুটবলারদের

  • বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২, ১৭:২২
  • ৩৮১

বেতন বাড়ছে নারী ফুটবলারদের

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জয় অর্জন করে শিরোপা হাতে নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। সাফ জয়ের পরই তাদের বেতনের বিষয়টি মানুষের সামনে আসে।

শুরু হয় সমালোচনা। এবার সুসংবাদ পেতে যাচ্ছে নারী ফুটবলাররা। সাবিনাদের বেতন বাড়নোর আশ্বাস দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন।

গতকাল দেশে ফিরে বীরের সংবর্ধনা পেয়েছেন সাবিনা-কৃষ্ণারা। আনন্দ-উৎসবের মাঝে বাফুফে প্রেসিডেন্টের সঙ্গে আনুষ্ঠানিক কোনো কথা বলতে পারননি তারা। তবে আজ খেলোয়াড়দের সঙ্গে আনুষ্ঠানিক কথা বলেছেন সালাউদ্দীন। বৈঠকে সাবিনাদের বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন সাবিনা।

সাবিনা বলেন, ‘আজ আমরা সভাপতির সঙ্গ কথা বলেছি। তিনি আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমরা আমাদের চাওয়া পাওয়াগুলো জানিয়েছি। তিনি তা পূরন করার কথা দিয়েছেন। ’

সভাপতির কাছে বেতন বাড়ানোর কথা বলেছেন বলে জানিয়েছেন সাবিনা। তিনি বলেন, ‘আমরা আমাদের বেতন বাড়ানোর কথা বলেছি। তিনি (সালাহউদ্দীন) মেনে নিয়েছেন। শিগগিরই বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছেন। ’

বেতন বাড়ানোর পর তার অংক কেমন হতে পারে? এই প্রশ্নের জবাবে সাবিনা বলেন, ‘অংকটা কেমন হবে তা এখন বা যাচ্ছে না। তবে সম্মানজনক একটি আবস্থানে নেয়া হবে তা বলা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে ক্রিকেট এবং ফুটবল ছাড়া অন্য কোনো নারী দলের খেলোয়াড়রা বেতন পান না। আমরা সেই দিক থেকে নিজেদের লাকি মনে করি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126645 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 09:41:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group