• হোম > জাতীয় > অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

  • শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৪
  • ৪৩৩

অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

আগামী ২৪ ঘণ্টা চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। এছাড়াও দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়ার এ পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, ঢাকায় বাতাসের গতি থাকবে দক্ষিণ-পূর্ব দিকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিলো ৮৯ শতাংশ।
এদিকে বৃষ্টির ক্ষেত্রে বলা হয়েছে, সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রংপুর জেলার তেতুলিয়ায় ৭৪ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহী ও রংপুরের সৈয়দপুরে সর্বোচ্চ ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রংপুরের তেতুলিয়া ও চট্টগ্রামের সনদ্বীপে ২৪ দশমিক ৮ ডিগ্রি।

পরবর্তী তিনদিন এ পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে অধিদপ্তর।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126667 ,   Print Date & Time: Tuesday, 23 December 2025, 05:23:18 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group