• হোম > বাংলাদেশ > সীমান্তে কিশোরকে হত্যার অভিযোগ

সীমান্তে কিশোরকে হত্যার অভিযোগ

  • শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৫
  • ৫২২

 সীমান্তে কিশোরকে হত্যার অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ীর চরআষাড়িয়াদহ সীমান্ত থেকে তুলে নিয়ে এক বাংলাদেশি কিশোরকে নির্যাতনে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

নিহত কিশোরের নাম আব্দুর রহিম মাসুদ (১৮)। সে সীমান্তবর্তী দিয়াড় মানিকচক কামারপাড়া গ্রামের বাবলু রহমানের ছেলে।

পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, গত ১৯ সেপ্টেম্বর সীমান্তবর্তী মাঠে ক্ষেতে কাজ করার সময় ভারতের টিকলিচর ফাঁড়ির বিএসএফ সদস্যরা মাসুদকে ধরে নিয়ে যান। তারা ফাঁড়িতে রেখে নির্যাতনের মাধ্যমে হত্যা করে মাসুদকে। মাসুদের লাশ ফেরত আনতে ইউপি চেয়ারম্যানসহ পরিবারের পক্ষ থেকে বিজিবি কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন বলে জানা গেছে।

মাসুদের বাবা বাবলুর রহমানের কাছ থেকে এ অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া চরআষাড়িয়াদহ ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম ভোলা মাসুদ নামে এক কিশোরের নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিষয়ে জানতে চাইলে রাজশাহীর ১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ যুগান্তরকে বলেন, মাসুদের পরিবারের অভিযোগ পেয়ে আমরা বিএসএফের সংশ্লিষ্ট কমান্ড এলাকা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু তারা কোনো বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেছেন। এর পরও আমরা বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া অব্যাহত রেখেছি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126675 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 12:18:27 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group