• হোম > খেলা > মাশাআল্লাহ, তোমাকে নিয়ে গর্বিত ছোটভাই: মুশফিক

মাশাআল্লাহ, তোমাকে নিয়ে গর্বিত ছোটভাই: মুশফিক

  • শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৯
  • ৩৫১

 মাশাআল্লাহ, তোমাকে নিয়ে গর্বিত ছোটভাই: মুশফিক

আবারও আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করল হাফেজ সালেহ আহমদ তাকরিম।

সৌদি আরবের পবিত্র মক্কায় ‘৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা’য় ১১১ দেশের ১৫৩ হাফেজের মধ্যকার এ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে তাকরিম।

প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার গভীর রাতে দেশে ফিরেছে এ খুদে হাফেজ।

এদিকে খবর জানার পর থেকেই বিশ্বজয়ী তাকরিমকে অভিবাদন জানাচ্ছেন ধর্মপ্রাণ মুসলিমরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকরিমকে অভিনন্দন জানানো হচ্ছে।

তাকরিমকে অভিনন্দন জানাতে ভোলেননি জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে তাকরিমকে অভিবাদন জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন এ পঞ্চপাণ্ডব তারকা।

ক্রেস্ট হাতে তাকরিমের ছবি শেয়ার করে মুশফিক লিখেছেন— ‘মাশাআল্লাহ্, আলহামদুলিল্লাহ। তোমাকে নিয়ে গর্বিত ছোটভাই। দয়া করে আমাদের জন্য দোয়া করো।’

মুশফিকের সেই পোস্ট মনে ধরেছে তার ভক্ত-অনুরাগীদের। পোস্টের পর মাত্র ১ ঘণ্টায় রিঅ্যাক্ট সংখ্যা ১ লাখ ২২ হাজার ছাড়িয়ে গেছে। ৮২৬ শেয়ারসহ পোস্টের তলায় মন্তব্য জমা পড়েছে ৭ হাজার ৩০০-এর বেশি।

সেসব মন্তব্যেও তাকরিমকে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা।

এদিকে বৃহস্পতিবার রাত ২টায় সৌদি আরব থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হাফেজ তাররিম। এ সময় বিমানবন্দর গেটে এ খুদে হাফেজকে শুভেচ্ছা জানান তার মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে। বিমানবন্দরে তাকে স্বাগত জানায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126689 ,   Print Date & Time: Thursday, 4 September 2025, 02:56:47 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group