• হোম > > করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬২০

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬২০

  • শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৭
  • ২৫২৫

 করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬২০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬২০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ১৪ দশমিক ১৩ শতাংশ এবং গত বুধবার শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৭৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৫০৫ জন ঢাকা বিভাগের, ১৫ জন ময়মনসিংহ বিভাগের, ২৮ জন চট্টগ্রাম বিভাগের, ৩০ জন রাজশাহী বিভাগের, ৩ জন রংপুর বিভাগের, ২১ জন খুলনা বিভাগের, ১৩ জন বরিশাল বিভাগের ও ৫ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২০ হাজার ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৪৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩১টি নমুনা পরীক্ষা করা হয়।

এই সময়ে করোনা আক্রান্ত ৩৪৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬২ হাজার ১৬৪ জন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126699 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 11:02:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group