• হোম > সিলেট > চুনারুঘাটে বাল্লা সীমান্তে অবৈধ অনুপ্রবেশে ৭জনকে আটক করেছে বিজিবি

চুনারুঘাটে বাল্লা সীমান্তে অবৈধ অনুপ্রবেশে ৭জনকে আটক করেছে বিজিবি

  • শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৫
  • ৫৬৮

চুনারুঘাটে বাল্লা সীমান্তে অবৈধ অনুপ্রবেশে ৭জনকে আটক করেছে বিজিবি

মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় ৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে চুনারুঘাট থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আশরাফ।

তিনি জানান, এর আগে বুধবার ভোরে বাল্লা সিমান্তের ১৯৬৬/২ এস পিলারের বাংলাদেশ অভ্যন্তরে কেদারাকোর্ট নতুন বন্দর এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে বাল্লা বিজিবির।

আটককৃতরা হলেন, আজমেরীগঞ্জ উপজেলার জিলুয়া গ্রামের বাসিন্দা রামেন্দ্র নারায়ন চৌধুরীর ছেলে আলয় চৌধুরী (৩০), লাখাই উপজেলার মুড়াকড়ি গ্রামের নবদ্বীপ দাসের ছেলে গোপাল দাস গোস্বামী (২৭), সিলেটের বালাগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের রবীন্দ্র কুমার দাসের ছেলে রঘুনাথ দাস লিটন (৪৩), হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটি গ্রামের মৃত হরেন্দ্র তালুকদারের ছেলে অভি তালুকদার (৪৫), সুনামগঞ্জের দিরাই উপজেলার দৌওজ গ্রামের শ্যামল চন্দ্র রায়ের ছেলে শিবাজি রায় (৪১), হবিগঞ্জ সদর উপজেলার নারায়নপুর (সুলতানপুর) গ্রামের মনিন্দ্র চন্দ্র গোপের ছেলে রতিন্দ্র চন্দ্র গোপ (৫১) ও চুনারুঘাট উপজেলার টিলা গ্রমের মৃত মর্তুজ আলীর ছেলে সাহাব উদ্দিন (৩৭)।

এ সময় চুনারুঘাট উপজেলার কেদারকোট গ্রামের আব্দুল খালেকের ছেলে জমরুত মিয়া (৫০), একই গ্রামের মৃত ভিমরাজ মিয়ার ছেলে মিজান (৩৫) ও আব্দুল নুরের ছেলে মোঃ কাদির (৪০) পালিয়ে যায়। পরে বিজিবির নায়েক মোঃ আল-আমিন বাদী হয়ে আটককৃতরাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126709 ,   Print Date & Time: Sunday, 13 July 2025, 04:00:05 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group